Friday, February 14, 2020

পণ্য সমাচার

"নিজেকে আমার চেয়ে তুমি ভালো কেন মনে কর একটু বুঝিয়ে বলবে?" কোরবানির জন্য কেনা নাদুস নুদুস ষাঁড়ের চোখে এ প্রশ্ন দেখে অবাক হলেন ভদ্রলোক।
"তাই তো, আমি কেন শ্রেষ্ঠ?" ভেবেই লজ্জিত ভাবে গরুর চোখের দিকে তাকালেন তিনি। ওই চোখ দুটোতে তিনি ঠিক পড়তে পারলেন

আমরা গরুরা পরাধীন। মালিক আমাদের খাইয়ে পরিয়ে গায়ে গতরে বড় করেছে, সুন্দর করেছে কোরবানির বাজারে চড়া দামে বিক্রি করবে বলে। আর তুমি?

"আর আমি, আমরা?" চমকে উঠে ভাবেন ভদ্রলোক। "তাই তো আর আমি?" ভেবে আবার লজ্জিত চোখে তাকালেন ষাঁড়ের দিকে

পড়াশুনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছ, কেউ বা উকিল, কেউ বা রাজনীতিবিদ। সবই করছ নিজেদের বেশি দামে বিক্রি করার জন্য। পার্থক্য - আমরা গরুরা এসব করছি বাধ্য হয়ে, আর তোমারা, মানুষেরা করছ স্বেচ্ছায়। দিন দিন নিজেদের গড়ে তুলছ কোরবানির ষাঁড়ের মত আরও একটু বেশি দামে বিক্রী হওয়ার জন্য। টাকার পেছনে ছুটে জীবন শেষ, ভাবছ তোমরাই এসব টাকার মালিক, কিন্তু কখন যে টাকাই তোমাদের মালিক হয়ে গেছে সেটা টের পাওনি, এখনও পাওনা। স্বাধীনতার ধারণার রজ্জু কখন যে তোমাদের হাত, পা, বিবেক, বুদ্ধি - সবকিছু আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে সেটা বোঝার বোধটা পর্যন্ত তোমরা হারিয়ে ফেলেছ। আর "আমরা শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ" এই মদে বুদ হয়ে নিজেদের নতুন নতুন মোড়কে দাসের বাজারে বিক্রির জন্য বসে আছ।

দুবনা, ১৪ ফেব্রুয়ারি ২০২০

No comments:

Post a Comment