যে কোন কালেক্টিভে কিছু অঘোষিত নেতা থাকেন সবাই যাঁদের কাছে পরামর্শ নিতে যায়।
তাঁরা নিজেদের প্রতিভা বলে দল মতের ঊর্ধ্বে উঠে সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেন এই
অর্থে যে তাঁদের কথা না মানলেও সব পক্ষই তাঁদের মতামতটা অন্তত জানতে চান। তাঁদের মতটা
গুরুত্বের সাথে বিবেচনা করে নিজেদের করণীয় ঠিক করেন। বাংলাদেশের রাজনৈতিক জীবনে এমনই
একজন ব্যক্তি ছিলেন কমরেড ফরহাদ। ১৯৮৭ থেকে ২০১৯ – দীর্ঘ ৩২ বছর পেরিয়ে গেছে, কিন্তু
দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অভাব আজও পূর্ণ হয়নি।
দুবনা, ০৯ অক্টোবর ২০১৯
No comments:
Post a Comment