Tuesday, October 22, 2019

ভাবনা

ভারতের সাথে চুক্তিগুলো কতটা ভালো বা মন্দ সেটা আমি জানিনা, কেননা এর বিরুদ্ধে এক তরফ অনেক লেখালেখি হলেও ঠিক চুক্তিগুলো যে কি সেটা কেউ লেখেনি। তবে বিভিন্ন ঘটনা দেখে এটা বুঝেছি যে এ নিয়ে বিভিন্ন মহলের কথাবার্তা শুধু ভারত বিরোধী মনোভাবই নয়, সাম্প্রদায়িক বিষবাষ্পও ছড়াচ্ছে দেশে। আর এর সুযোগ নিচ্ছে মৌলবাদী শক্তি ও দলগুলো। সিপিবিসহ বাম দলগুলোর অসম চুক্তি বিরোধী প্রচার ও রাজনৈতিক তৎপরতা যতটা না চুক্তি বিরোধী দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি দেখা যাচ্ছে ভারত বিরোধী হিসেবে। অন্তত এটা বোঝার সুযোগ রয়েছে যে রাজনৈতিক স্রোতের সাথে তাল মিলিয়ে তারাও ভারত বিরোধী কার্ড ব্যবহার করছে। ফলস্বরূপ  নিজেদের অনিচ্ছায়ই তারা নিজেদের ঠিক বিপরীত মেরুতে অবস্থান কারী মৌলবাদী শক্তির হাত শক্তিশালী করছে। সিপিবি সব সময়ই দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার। দুর্নীতি আজ দেশের প্রধান শত্রু, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ফ্রন্ট আজ জাতির জন্য অন্যতম প্রধান রণাঙ্গণ। আশা করেছিলাম, দেশে এখন যে দূর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার সেই অভিযানের শরীক হয়ে তারা এই লড়াইকে সামনে নিয়ে যাবে ঠিক যেমনটা করেছিল একাত্তরে।

মস্কো, ২২ অক্টোবর ২০১৯


No comments:

Post a Comment