Sunday, October 13, 2019

জীবন যুদ্ধ

ছাত্রজীবনে জাসদ ছাত্র লীগের প্রিয় শ্লোগান ছিল "লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই।" জানি না জাসদ ছাত্র লীগ এখনও আছে কি না, তবে এ শ্লোগান আজ অনেকটাই বাস্তবে পরিণত হয়েছে বিশ্ব রাজনীতিতে। আজ লড়াই মানে যুদ্ধটাই বলতে গেলে পৃথিবীর স্থিতিশীল বা স্ট্যাবল স্টেট, আর এই যে মাঝে মাঝে শান্তি আসে সেটা সাময়িক এক্সাইটেড স্টেট। এটা মনে হয় প্রযুক্তির কল্যাণে বিশ্বের সব ঘটনাই আমাদের ড্রয়িং রুমে ঢুকে গেছে বলে। এ পৃথিবীতে এখন জীবনটাই যুদ্ধ, যদিও মৃত্যুটা শান্তি কি না সেটা বলতে পারব না।

দুবনা, ১৩ অক্টোবর ২০১৯

No comments:

Post a Comment