Thursday, October 17, 2019

অমর

- দাদা, ঐ লোকটা আমার টাকা মেরেছে।
- বল কি? আমি তো জানতাম টাকা অমর। স্বয়ং ব্রহ্মার কাছ থেকে অমর বর পেয়েছে। টাকাকে তো ভাই মারা যায় না।
- তাই? টাকা বাঁচানো যায় নিশ্চয়ই। তাহলে আমাকে টাকা বাঁচানোর উপায় বলে দিন।
- ইস বললাম তো টাকা অমর। যে মরে না, তাকে আবার বাঁচাবে কিভাবে?
- মানলাম। তাহলে বলুন, কিভাবে টাকার খরচ কমানো যায়। নাকি টাকা আবার অক্ষয়, তাকে ক্ষয় করা যায় না?
- সে বুদ্ধি দিতে পারি। চোখ, কান, নাক, মুখ - সব তালাবদ্ধ করে রাখতে হবে। তাহলে খাওয়া খরচ কমবে, কিছু না দেখলে, না শুনলে কিছু কিনতে ইচ্ছে করবে না, কেনা-কাটির পেছনে খরচ কমবে। আর বোনাস হিসেবে পাবে সরকারের প্রসন্ন দৃষ্টি। এ ধরণের লোকদের সব সরকারই খুব পছন্দ করে।

দুবনা, ১৭ অক্টোবর ২০১৯ 
 
 

No comments:

Post a Comment