Tuesday, October 8, 2019

কথা

কথারা গিয়েছে আজ থেমে
কথারা হারিয়েছে পথ
বর্ণমালার মালা গেছে ছিঁড়ে
অন্ধকার এসেছে হেথা নেমে

রক্তে স্যাতস্যাতে মাটি
রক্ত বন্যা চারিদিকে
শিক্ষাঙ্গনে শিক্ষার্থীর লাশ
দানব বেঁধেছে হেথা ঘাটি

ছাত্র সেজেছে আজ খুনি
ছাত্রের হাতে আজ খুন
দেশের মুখে চুন কালি
কি জবাব দেবে দেশ শুনি?

আবারও কাঁদে কোন মা
আকাশে ঘন কালো মেঘ
প্রতিবাদে মেতে ওঠে দেশ
হত্যাকে বলে সে না, না

শব্দ হারিয়েছে পথ
চারিদিক নিস্তব্ধ থমথমে
দেবতা দিয়েছে রণভঙ্গ
দানবের হাতে তাই বিজয়ের রথ

কথারা  নির্বাক নিঃশ্চুপ
মানুষেরা আজ কালা বোবা
মহীয়ষী হে বঙ্গমাতা
এ তোমার হয়েছে কী রূপ!


মস্কো, ০৮ অক্টোবর ২০১৯


No comments:

Post a Comment