অনেক অনেক দিন আগের কথা। তখন এক গ্রামে ছানা নামে এক লোক বাদামের সাথে আটার দলা মিশিয়ে লোক ঠকাত। তাই লোকে তাকে চোর বা স্থানীয় ডাইলেক্টে চুর বলত। ছানাচুর পাছে বিভ্রান্তি সৃষ্টি করে তাই তার নাম হয় চানাচুর। এক সময় তার ভেজাল বাদাম জনপ্রিয়তা লাভ করলে এর নাম চানাচুর রাখা হয়। ভেজাল আসলেই আমাদের প্রাগৈতিহাসিক ঐতিহ্য
দুবনা, ১৭ অক্টোবর ২০১৯
No comments:
Post a Comment