Sunday, October 20, 2019

মনুষ্যত্বের নিত্যতার সূত্র

আমার মনে হয় মনুষ্যত্বের নিত্যতার সূত্র নাম একটা ব্যাপার আছে, মানে মহাবিশ্বে মনুষ্যত্বের পরিমান কনস্ট্যান্ট। ফলে মানুষের সংখ্যা পৃথিবীতে যতই বাড়ছে মানুষের মধ্যে মানবিকতার পরিমান ততই কমছে। তাই তো বিলিয়ন বিলিয়ন মানুষের ভিড়েও মানুষ খুঁজে পাওয়া আজকাল এত দুষ্কর। 

মস্কো, ২১ অক্টোবর ২০১৯

No comments:

Post a Comment