Wednesday, October 23, 2019

বন্ধুত্বের দায়


সার্ত্রে বলেছিলেন "বাবা মাকে আমরা বেছে নিতে পারিনা।" তবে বন্ধুদের পারি। বন্ধু মানুষের সচেতন চয়েজ। যেকোন বন্ধুত্বের মূলে থাকে পরস্পরের প্রতি শ্রদ্ধা, দ্বিমতগুলো ভদ্র ভাবে প্রকাশ করা। দুজন বন্ধুকে যে সব ব্যাপারে একমত হতেই হবে তার কোন মানে নেই। গান্ধীর সাথে কোন ব্যাপারে দ্বিমত দেখা দিলে মতিলাল নেহেরু বলেছিলেন "আমরা দ্বিমত পোষণ করতে একমত হয়েছি" (We agree to disagree). যদি কেউ অমতটা ভদ্রভাবে প্রকাশ করতে না পারে, যুক্তি হিসেবে আপনার বর্ণ, ধর্ম বা নাগরিকত্ব - এসব টেনে আনে, সে অন্তত আপনার ফ্রেন্ড লিস্টে থাকার যোগ্যতা বা অধিকার কোনটাই রাখে না। অন্যের অভদ্রতাকে প্রশ্রয় দেওয়া ভদ্রতা নয়, বোকামি। বোকামি করা থেকে দূরে থাকুন।

দুবনা, ২৪ অক্টোবর ২০১৯ 
 
 

No comments:

Post a Comment