Saturday, October 26, 2019

আইডিয়া

আইডিয়া মানুষকে যেমন মানুষ করে, তেমনি অমানুষও করে। একমাত্র মানুষই কোন আইডিয়ার জন্য জীবন দিতে পারে, আবার আইডিয়ার জন্য সে জীবন নিতেও পারে। যে মানুষ হাজার হাজার মাইল দূরে অবস্থিত অজানা, অচেনা কোন এক মানুষের জন্য মিটিং মিছিল করতে পারে সেই মানুষই অনায়াসে তার ভাই বা প্রতিবেশিকে ঘরছাড়া করতে পারে। ভোলায় যে মানুষগুলো এক যোগে সংখ্যালঘুদের উপর আক্রমণ করল বা ভারতের কোন এক প্রদেশে যে মানুষগুলো গো রক্ষার নামে কোন পরিবারের উপর আঘাত হানল, খোঁজ নিলে দেখা যাবে সেই মানুষগুলোর অনেকেই নিজেদের মধ্যে বিভিন্ন বিবাদে লিপ্ত। আমরা অনায়াসে কাছের মানুষদের কষ্ট দিতে পারি, সংসার ভাংতে পারি, ভাইবোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারি, প্রতিবেশির ঘরে আগুন দিতে পারি আবার একই ভাবে দূরে বহুদূরে অচেনা অজানা একেবারে ভিন্ন সংস্কৃতির কোন মানুষের পাশে দাঁড়ানোর কথা উচ্চ কণ্ঠে ঘোষণা করতে পারি। এবং আমরা সবই করি প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে, যেন যেটা করছি সেটাই ঠিক, সেটাই হওয়া উচিত। নিজেদের অধিকারের পাশাপাশি আমরা যদি অন্যের অধিকার সম্পর্কেও একটু সচেতন হতাম, "অন্যের অধিকারকে শ্রদ্ধা করব" সেই আইডিয়ায় নিজেদের উদ্বুদ্ধ করতাম, পৃথিবীটা অনেকটাই বদলে যেত।

দুবনা, ২৬ অক্টোবর ২০১৯ 
 
 

No comments:

Post a Comment