Tuesday, October 15, 2019

রাতের পথিক

মাঝে মধ্যে এমনটা মনে হয় সবার সাথেই ঘটে। কোন গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, মনে হল একটু বাথরুমে ঢুঁ মারলে খারাপ হয় না। কিন্তু কোথায় পাবেন বাথরুম? খুঁজে পেতে যাও পেলেন, সেখানে বিশাল লম্বা এক লাইন। এক তলা থেকে দোতলায়, সেখান থেকে তিন তলায় - সব জায়গায়ই এক অবস্থা। আর সময় যতই যাচ্ছে চাপ ততই বাড়ছে। ভাবছেন, কেলেঙ্কারি বুঝি আর এড়ানো গেল না। দম বন্ধ হয়ে আসছে। আপনি একের পর এক সিঁড়ি ভেঙ্গে উঠছেন আরও আরও উপরে। আপনি প্রানপনে চেষ্টা করছেন নিজেকে শান্ত করতে। হঠাৎ

কোথায় সব দালানকোঠা, কোথায় সিঁড়ি? চোখ খুলে বুঝলেন আপনি শুয়ে আছেন বিছানায়। একটু সময় নিয়ে টেবিল ল্যাম্প জ্বালিয়ে উঠে বসলেন। না, বাথরুমে কেউ নেই, কোন লাইন নেই। ও আপনার জন্য দু হাত বাড়িয়ে অপেক্ষা করছে।

কি শান্তি!

অনেক সময় সমস্যার সমাধানগুলো আমাদের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পরে। দরকার সময় মত চোখ খোলা আর আলসেমি না করে তাদের বাড়ানো হাত দুটো ধরা।

দুবনা, ১৫ অক্টোবর ২০১৯ 
 
 

No comments:

Post a Comment