গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে লিংকন বলেছিলেন "জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত ও জনগণের জন্য।" সরকার কি জনগণের? হ্যাঁ। সব দেশেই সরকার যেভাবে মানুষের ঘাড়ে ভূতের মত চেপে বসে, তাতে জনগণ না চাইলেও সরকার শেষ পর্যন্ত তাদেরই হয় বা জনগণ সরকারের হয়।
সরকার কি জনগণের দ্বারা নির্বাচিত? সেটাও ঠিক, কলা-কৌশলে সবাই নিজেদের জনগণ দ্বারাই নির্বাচিত করিয়ে নেয় - সেটা চুরি করেই হোক আর মিথ্যা আশ্বাস দিয়েই হোক। সরকার কি জনগণের জন্য? এখানে সরকার একটু নাঁক উঁচু। তাই এ ক্ষেত্রে সব সরকার নিজেদের পছন্দের মত লোকজনকে জনগণের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়ে তাদের সেবা করে আর এই সুবাদে নিজেদের জনদরদী সরকার বলে মনে করে। সমস্যাটা কোথায় কি লেখা তাতে হয়, সমস্যাটা হল সেই লেখাটা কে কিভাবে পড়ছে, কিভাবে সেটার ব্যাখ্যা দিচ্ছে তাতে।
মস্কো, ০৭ অক্টোবর ২০১৯
No comments:
Post a Comment