Monday, October 14, 2019

উদাহরণ

আজ ক্লাসের বিষয় ছিল স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক প্রক্রিয়া। স্বাভাবিক সংজ্ঞা দেওয়ার পরে মনে হল একটু বুঝিয়ে বলা দরকার। বলা যেত "উন্নত দেশের লোকদের আমাদের মত দেশে কাজ করতে আসা স্বতঃস্ফূর্ত মাইগ্রেশন, আর আমাদের সব দেশে থেকে লোকজন যখন আরব দেশ বা উন্নত বিশ্বে যায়, সেটা অনেক ক্ষেত্রেই চাপে পড়ে। তবে মনে হল সেটা তেমন জমে না, তাই বললাম, এই দেখ, আমি রাস্তা পার হওয়ার সময় যদি গাড়ি চাপা পড়ে মরে যাই সেটা হবে অনৈচ্ছিক, আর ক্লাস নিতে নিতে বা স্বাভাবিক কাজকর্ম করতে করতে যদি মারা যাই, সেটা হবে স্বতঃস্ফূর্ত মৃত্যু। ছেলেমেয়েরা হাসতে গিয়ে শেষ পর্যন্ত হাসিটা গিলে ফেলল। ওদের ধারণা ছিল যদি আমি আবার মাইন্ড করি। যতসব!

দুবনা, ১৪ অক্টোবর ২০১৯

No comments:

Post a Comment