Monday, October 21, 2019

পথ

অন্যায় দাবীর কাছে মাথা নত করে খুব বেশি দূরে যাওয়া যায় না, কারণ এক বার দাবী পূরণের স্বাদ পেলে নতুন নতুন দাবী আসে। রাষ্ট্রের কাজই হল আইনকে প্রতিষ্ঠিত করা। আইনের প্রশ্নে যেকোনো ধরণের ছাড় দেওয়া মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আর একবার যে অন্যায় করে সে আজীবন অপরাধী। রাষ্ট্র কোন পথে যাবে সেটা শুধু দেশের রাজনৈতিক নেতৃত্বই বেছে নিতে পারে। এখানে ভুলের সুযোগ নেই। আপোষের সুযোগ নেই। আছে শুধু আইনকে, ন্যায়কে প্রতিষ্ঠা করার কঠিন সংগ্রাম। 

মস্কো, ২১ অক্টোবর ২০১৯



No comments:

Post a Comment