হায়রে সংখ্যালঘু! সে তুমি ধর্মীয় হও, আদর্শিক হও আর আরব দেশ ফেরত লাশ হও - ভোটের রাজনীতিতে তোমরা কোন ফ্যাক্টর নও। কোটি কোটি টাকার মন্ত্রীদের চোখে তোমরা বড়জোর পথের কাঁটা। জীবিত থাকতে ভাত, কাপড় আর নিরাপত্তা চেয়ে জ্বালিয়েছ, বিদেশে গিয়ে মনিবের কথা না শুনে দেশের ভাবমূর্তি নষ্ট করেছ, এখন লাশ হয়ে এসেও হাজারটা প্রশ্ন করছ। মন্ত্রীর ঘুম হারাম করতে চাইছ। বলি, সাহস তো তোমার কম নয়! এটা কী মগের মুল্লুক, নাকি মধ্য আয়ের দেশ? এই নির্বোধ প্রজা নিয়ে আমরা রাজ্যত্ব করি কীভাবে!
দুবনা, ০১ নভেম্বর ২০১৯