Tuesday, July 23, 2019

ভালো থাকার ফর্মুলা

আজকাল আমাকে কেউ যখন জিজ্ঞেস করে
কেমন আছিস?
বলি "আমি ভালো থাকি,
হ্যাঁ, আমাকে ভালো থাকতে হয়, ভালো থাকাটা আমার পেশা।
আমাদের সম্মিলিত পেশা।
জানেন, আমি ভালো না থাকলে দেশ ভালো থাকে না,
আমি ভালো না থাকলে সরকার ভালো থাকে না,
আমরা ভালো না থাকলে দেশের, সরকারের, জাতির -
হ্যাঁ হ্যাঁ, জাতির ভাবমূর্তি নষ্ট হয়।
"আপনি কাঁদছেন কেন?"
কী যে বলেন! এটা কান্না নয়। এটা সুখের অশ্রু।
দেশের জন্য, জাতির জন্য, দলের জন্য, সরকারের জন্য ভালো থাকা
সেটা ক'জনের ভাগ্যে জোটে।
তাই তো বানের জলে ভাসতে ভাসতে আমি ভালো থাকি
আগুনে জ্বলতে জ্বলতে আমি ভালো থাকি
শীতের রাতে বস্ত্রহীন কাঁপতে কাঁপতে আমি ভালো থাকি
চৈত্রের কাঠ ফাটা রোদে পুড়তে পুড়তে আমি ভালো থাকি
যে মাটিতে হাজার বছর ধরে শুয়ে আছে আমার পূর্বপুরুষেরা
তাদের আত্মার শান্তির জন্য আমি ভালো আছি
আমরা ভালো আছি।
আমাদের ভালো থাকতে হয়,
ছেলেধরা অপবাদে গণ পিটুনিতে মরতে মরতে আমাকে ভালো থাকতে হয়
ধর্ষিতা হয়ে বেশ্যার পরিচয় নিয়ে মরেও আমাকে ভালো থাকতে হয়
ফসলের ন্যায্য দাম না পেয়ে গলায় দড়ি দিয়ে আমাকে ভালো থাকতে হয়
রাজনীতির ঘোলা জলে যারা মাছ ধরেন তাদের মুখে বিজয়ীর হাসি ফোটাতে আমাদের ভালো থাকতে হয়
আত্মভোলা এক জাতির মুখে হাসি ফোটাতে আমাদের ভালো থাকতে হয়
আমরা যে অংকের এপসিলন
আমাদের খারাপ থাকতে নেই
বিশ্ব সংসারের বিশাল বিশাল অংক মেলাতে আমাদের সুখী থাকতেই হবে, আমাদের ভালো থাকতেই হবে।
আমার মাথায় চাপিয়ে দেওয়া সুখের গুরু বোঝা আমাকে বইতেই হবে
শত্রুর মুখে, মৃত্যুর মুখে ছাই দিয়ে হলেও আমাদের ভালো থাকতেই হবে।দুবনা, ২৩ জুলাই ২০১৯




No comments:

Post a Comment