গরুগণকে ঘাস খাইতে দেখিয়া শুয়োরবৃন্দ ঘোঁত ঘোঁত করিতে শুরু করিলেন। পাখিসব কলরব
করিয়া উঠিলেন। বানরসকল এক বৃক্ষ হইতে অন্য বৃক্ষে লম্ফঝম্প করিতে লাগিলেন। তাহাতে
কুকুর সমুহ ঘেউ ঘেউ করিয়া উঠিলেন। জীব জগতের এই আনন্দ দেখিয়া শুধু মানুষের পাল
করুণ দৃষ্টিতে তাকাইয়া রহিল। কখন যে একটা দীর্ঘশ্বাস তাহার বুক হইতে বাহির হইয়া
সারা পৃথিবীর বায়ুকে দূষিত করিয়া ফেলিল দুর্ভাগা এই মানুষের দল সেটা টেরও পাইল না।
দুবনা, ১২ জুলাই ২০১৯
No comments:
Post a Comment