Monday, July 22, 2019

গণ

গণতন্ত্রে ভেজাল থাকলে তার ফাঁক ফোঁকর দিয়ে গণপিটুনি, গণধর্ষণ, গণধিক্কার, গণহত্যা ইত্যাদি ঢুকবে তাতে অবাক হবার কী আছে? গলদটা আসলে গোড়াতেই। মুক্তি কিসে? বংলার ইতিহাসে এসব অসুখের একটাই দাওয়াইএর কথা লেখা আছে। গণপ্রতিরোধ।

দুবনা, ২৩ জুলাই ২০১৯ 
 
 

No comments:

Post a Comment