কিছু কিছু মানুষ মরিয়া বাঁচিয়া যায়, কেউ কেউ বাঁচিয়া মরে। কিন্তু এই বেচারা মরিয়াও বাঁচিতে পারিল না। তাহার আত্মার শান্তি কামনা করা ঠিক কি ঠিক নহে তাহা লইয়া তাহার একদা প্রতিপক্ষদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হইয়া গেল। এই বিতর্ক ঈশ্বরের কানে পৌঁছাইলে তিনি প্রমাদ গণিলেন কোথায় তাহাকে পাঠানো হইবে তাহা ভাবিয়া। উপায় না দেখিয়া ঈশ্বর বলিলেন "এই মরা না ঘরকা না ঘাটকা। ইহাকে বিশ্বব্রহ্মান্ড হইতে দূর করিয়া দাও।"
মস্কো, ১৫ জুলাই ২০১৯
No comments:
Post a Comment