ধর্ষকের শাস্তি বাদী করে আমরা আসলে আইনের শাসন চাই, ন্যায় বিচার চাই। আত্মপক্ষ সমর্থন আসামীর আইনগত অধিকার। তাকে সে অধিকার বঞ্চিত করা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। অন্যায় দিয়ে আর যাই হোক ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। ধর্ষণসহ অন্যান্য অপরাধের একটা প্রধান কারণ আইনহীনতা, আইনের অপপ্রয়োগ। আসুন আমরা আইনের সঠিক প্রয়োগ যাতে হয় সেজন্যে সোচ্চার হই।
দুবনা, ১০ জুলাই ২০১৯
No comments:
Post a Comment