বেশ কয়েক বছর আগেই বুঝেছিলাম, কোন কাজ ভালো না মন্দ সেটা কি করছ তার উপর নয়, কে করছে তার উপর নির্ভর করে। এখন দেখছি কোন কথা সত্য না মিথ্যা সেটাও কি বলছ তার উপর নয়, কীভাবে বলছ তার উপর নির্ভর করে। কথিত আছে আইনস্টাইনকে কোন এক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার জন্য সাধারণ পোশাকে ড্রয়িং রুমে অপেক্ষা করতে দেখে তাঁর স্ত্রী বলেন পোশাক বদলাতে। উত্তরে আইনস্টাইন বলেছিলেন, "উনি যদি আমার সাথে দেখা করতে আসেন তাহলে এখানে পাঠিও আর জামাকাপড়ের সাথে দেখা করতে চাইলে ওয়ারড্রব দেখিয়ে বিদেয় করে দিও।" ভোগবাদী সমাজে বাস করতে করতে আমরা সবাই কখন যে বিষয়বস্তুর চেয়ে ফর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছি নিজেরাই জানি না। গাড়ি বাড়ি ঝকঝকে পোশাক পরিচ্ছদ আর শ্লোগানের আড়ালে মানুষ ছোট হতে হতে কখন যে অন্তঃসার শূন্য এক কঙ্কালে পরিণত হয়েছে সে খবর রাখার সময় মানসিকতা এখন আর অবশিষ্ট নেই। এ যেন এক মৃতদের জগত।
দুবনা, ২৭ জুলাই ২০১৯
No comments:
Post a Comment