বাংলা ভাষার বিভিন্ন ভাবে বহুবচন প্রকাশ করা যায়। দুটো জনপ্রিয় পদ্ধতি হল শব্দের শেষে রা বা গণ যুক্ত করা। রা তুচ্ছার্থে, গণ সম্মানার্থে। আমাদের দেশের সাধারণ মানুষ এখন এতই তুচ্ছাতি তুচ্ছে পরিণত হয়েছে যে তারা আর জনগণ নেই। আর যেখানে জনগণ নেই সেখানে গণতন্ত্র থাকাটাও অসম্ভব। সর্বত্রই সামন্ততন্ত্রের ছড়াছড়ি। সামান্য একটু ক্ষমতার অধিকারী হলেই সবাই রাজাবাদশাহ বনে যায়, আর রাজাবাদশাহের দেশে যেটা তাদের জন্য ভালো আমজনতা তাতেই সুখী হতে বাধ্য।
রিক্সার জন্য রাস্তা নেই? ধান কাট
গাড়িতে চড়ার পয়সা নেই? পায়ে হাঁট
ধান কাটা পায়ে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো
পেটে ভাত নেই? তাতে কী বা এসে গেল?
No comments:
Post a Comment