Thursday, July 18, 2019

সরল মন


বলা হয়ে থাকে পৃথিবীতে শিশুরাই সব থেকে সরল, বিশেষ করে সরল ওদের মন। ওরা নিয়ম নীতি কিছু বোঝে না, যা করে সরল মনে করে। আচ্ছা, সরল মনে দুর্নীতি করা মানে কি নীতিকে দূর করে দিয়ে কিছু করা? অবশ্য মানবিক নীতিবোধ অনেক আগেই ঝেটিয়ে বিদায় করেছি আমরা। দুদকের কল্যাণে চক্ষুলজ্জা বলে যে ব্যাপারটা ছিল সেটাও দেশত্যাগী হবে।  আস্ত মানুষকে যেখানে আমরা বিভিন্ন অজুহাতে দেশত্যাগ করতে বাধ্য করছি সেখানে নীতি কোন ছার! এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।
দুবনা, ১৮ জুলাই ২০১৯ 



No comments:

Post a Comment