Sunday, July 14, 2019

সামনে পেছোনো


এরশাদের স্বাদহীন সাদামাটা মৃত্যু প্রমাণ করল বাংলাদেশের রাজনীতিতে হত্যাটাই শেষ কথা নয়।  পঁচাত্তর বা একাশির হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতার হাতবদলের রাজনীতিকে পেছনে ফেলে দেশ এগোচ্ছে। তবে সমস্যা হল এই অগ্রগতি প্রায়শ পশ্চাদগতির সাথে তুলনীয়, কেননা যে শক্তির বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন হয়েছিল সেই শক্তির সাথে আপোষ করে, এমন কি ক্ষেত্র বিশেষে মাথা নত করে আজ সামনের দিকে পিছোচ্ছে দেশ।
দুবনা, ১৪ জুলাই ২০১৯   


No comments:

Post a Comment