Friday, November 2, 2018

মৌলবাদ

এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। দেশের রাজনীতি, আসন্ন নির্বাচন এসব নিয়ে। নিজে দেশে প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল। বলল,  “দাদা, যাই বলেন আমার বিশ্বাস দুই দলের বাইরে যদি কোন বিকল্প দেশে আসে, সেটা মৌলবাদের হাত ধরেই আসবে।“
কথাটা উড়িয়ে দেয়া যায় না। জানি, ও বলেছে দেশের বাস্তবতায় আর মৌলবাদ বলতে বুঝিয়েছে ইসলামী মৌলবাদ মানে  জামাত শিবিরকে। আমি অবশ্য এটা একটু অন্য ভাবে দেখতে চাই।  মৌলবাদ মানেই হল নিজের মতকেই একমাত্র সত্য হিসেবে দেখা আর অন্য যেকোন  মতের প্রতি শুধু অসহিষ্ণুতা প্রকাশ করাই নয় পরমতকে ধ্বংস করতে আইনি বেআইনি সব পন্থা গ্রহণ করা।  আজ চারিদিকে সেটাই ঘটছে। আমরা যখন সোভিয়েত ইউনিয়নে পড়তে আসি অনেকের ধারণা ছিল এখানে আমাদের মগজ ধোলাই করা হবে। কিন্তু সবার অজান্তে কিভাবে যে ভোগবাদী অর্থনীতির আদর্শে আমাদের সবার মগজ ধোলাই হয়ে গেছে সেটা টেরই পাইনি কেউ। জানি না আল কায়েদা, আইএস এরা কোন দিন কোন দেশ দখল করতে পারবে কি না, তবে এরা যে বিশ্ব রাজনীতিকে র‍্যাডিকালাইজ করেছে তাতে সন্দেহ নেই। প্রায় সমস্ত রাজনৈতিক দল ও ধারাই আজ নিজেদের চিন্তা ভাবনা আর ক্ষমতার প্রশ্নে এতো বেশি অন্ধবিশ্বাসী হয়ে উঠেছে যে, এদের মৌলবাদী না বলে উপায় নেই। কিরীচ, লাঠি, বন্দুক, মিসাইল, ড্রোন, এম্বারগোসহ  রাজনৈতিক ও অর্থনৈতিক   চাপের মাধ্যমে নিজের মতকে অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া – এ সবই মৌলবাদের বিভিন্ন রূপ। এরা কেউ ধর্মীয়, কেউ রাজনৈতিক, কেউ  গণতান্ত্রিক মৌলবাদী – একই মদ শুধু বিভিন্ন বোতলে।  

দুবনা, ০২ নভেম্বর ২০১৮     

     

No comments:

Post a Comment