নির্বাচন যতই এগিয়ে আসছে প্রার্থী
হিসেবে মনোনয়ন পাওয়ার লড়াই ততই জোরদার হচ্ছে। অনেক পোস্ট দেখে মনে হয় সম্ভাব্য
প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে দলীয় নেতাদের কান ভারী করতে পিছপা হচ্ছে না। আমার
তখন মনে পড়ে সেই সব মানুষের কথা যারা সন্দেহ আর গুজবের শিকার হয়ে ৫৭ ধারায় জেলে গেছে
ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মিথ্যে অভিযোগে। আচ্ছা, আজকে যারা গুজবের শিকার হয়ে
মনোনয়ন পাবে কি না সেই দুশ্চিন্তায় আছে, নির্বাচিত হলে তারা কি মিথ্যে সন্দেহের
কারণে যারা জেলে আছে তাদের পাশে দাঁড়াবে, ৫৭ ধারা নিয়ে সংসদে প্রশ্ন তুলবে?
দুবনা, ২৫ নভেম্বর ২০১৮
No comments:
Post a Comment