যেকোনো কাজে সাফল্যের অন্যতম প্রধান শর্ত একাগ্রচিত্ততা। কিন্তু সমস্ত মনোযোগ দিয়ে কোন সমস্যা সমাধান করতে গেলে আমরা অনেক সময় চারপাশে ঘটে যাওয়া অনেক কিছু দেখতে পাই না যেগুলো এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অথবা বলা যায়, স্পষ্ট কিন্তু ক্ষুদ্রতর ছবি আঁকতে গিয়ে বৃহত্তর ছবি হারিয়ে ফেলি। এটা অনেকটা পাঁচ পয়সার মুদ্রা দিয়ে সূর্য ঢেকে দেওয়া। তাহলে কি আমরা কোন সমস্যার প্রতি খুব বেশি মনোযোগ দেব না? উত্তরটা মনে হয় এরকম – অতিরিক্ত যেকোনো জিনিসই ক্ষতিকর। মনোযোগ দিতে হবে, তবে সেটা যেন মাত্রা ছাড়িয়ে না যায়, একটা সমস্যার সামাধান করতে গিয়ে অন্য সমস্যাকে যেন ডেকে না আনি। কিন্তু সমস্যা হল, মাত্রাটা বিভিন্ন লোকের বিভিন্ন রকম আর একবার তা ছাড়িয়ে গেলে ফিরে আসা অনেক কঠিন।
দুবনা, ১৬ নভেম্বর ২০১৮
No comments:
Post a Comment