অনেক দিন আগে দেশে এক লোককে আফসোস করতে শুনেছিলাম ফরমালিনে
ভেজাল ছিল বলে। ভেজালে ভরা এই পৃথিবীতে যেখানে ভেজালও ভেজাল সেখানে খাঁটি জিনিসের
খোঁজ করা অনেকটা আকাশ কুসুম কল্পনার মত। ইদানীং কালে এমন কি উন্নত বিশ্বেও
নির্বাচনে কেউ মন্দের ভালোর কথা বলে না, ভোট দেয় দুই মন্দের মধ্যে যে কম মন্দ তাকে।
তাই আজকাল যখন কেউ অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেন
তখন তাদের বাস্তব বুদ্ধি ও কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন জাগে। আসলে নির্বচনের আগে এসব
বিশেষণ ডাইনোসারদের মতই বিলুপ্ত প্রায়।
দুবনা, ০৩ নভেম্বর ২০১৮
No comments:
Post a Comment