রোববার রাত থেকে শুরু হোল গরু খোঁজা। ঘরে তাণ্ডব বয়ে গেলো গত দু দিনে। চোখের সামনে ভাসছে কিচেনের আলমারিতে রাখা যন্ত্রপাতি। সবার এক কথা আমরা দেখিনি। অন্য কোথাও খুঁজে দেখ। অথচ আমার দিব্য চোখ কিচেনেই ওদের দেখতে পাচ্ছে।
রাত তিনটায় মনে পড়লো ওদের মাথায় ক্যাপ লাগান ছিল। তাহলে কোথায়, কোথায় লুকলো সব?
সকালে কি মনে করে ড্রয়ার খুলে দেখি ওখানে পালিয়েছে ব্যাটারা। কাগজের নীচে। হাতুরী, স্ক্রু ড্রাইভার সব সব। রাগটা পড়লো গিয়ে হাতুরীর ওপর। বেদম পেটালাম ঘণ্টা খানেক।
যাকগে সেলফ দুটো রেডি। এখন সময় করে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই হবে।
হ্যাঁ, দিব্য চোখের দিব্যি দিন দিন কমে যাচ্ছে মনে হয়।
মস্কো, ১৩ নভেম্বর ২০১৮
No comments:
Post a Comment