Friday, November 23, 2018

অক্ষপথ


চাঁদ সূর্যের যেমন নিজস্ব অক্ষপথ আছে প্রতিটি মানুষেরও ঠিক তেমনি আছে নিজস্ব চলার পথ বা বলয়। এই অভ্যেসগুলো তার সহজাত, যা নিজের অজান্তেই গড়ে ওঠে। আর এটা অবচেতন মনে ঘটে বলেই ভালো হোক আর মন্দ হোক, এগুলো সে খেয়াল করে না। ঝড় এলে বা শ্বাসকষ্ট হলে আমরা যেমন বাতাসের অস্তিত্ব বুঝতে পারি, এসব অভ্যেসের কথাও আমরা টের পাই যদি কখনো স্বেচ্ছায় বা অনিচ্ছায় সেই অতি অভ্যস্ত চলার পথে বাধা আসে। তাই অন্যের ভুল বা অসংযত আচরণ আমরা সহজে ধরতে পারলেও  নিজেরটা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়।
 
দুবনা, ২৩ নভেম্বর ২০১৮  


No comments:

Post a Comment