অনেক দিন কথা লেখা
হয় না
কলমের কালি মরে হয়ে গেছে ভূত
ভূত তো নয়, ভবিষ্যতের সাক্ষাৎ যমদুত
অনেক দিন কথা লেখা হয় না
স্বৈরাচারের আকাশে সূর্য অস্ত যায় না
গণতন্ত্র মুক্তির মুখ দেখতে পায় না
ফরমালিন দেওয়া গণতন্ত্র মানুষ আর চায় না
অনেক দিন কথা লেখা হয় না
স্বৈরাচারের ভূত চাপে গণতন্ত্রের ঘাড়ে
নিজে তো অমর সে গণতন্ত্রকেও মারে
ত্যক্ত বিরক্ত ভীত মানুষ পরিবর্তন চায় না
অনেক দিন কথা লেখা হয় না।
দুবনা, ১০ নভেম্বর ২০১৮
কলমের কালি মরে হয়ে গেছে ভূত
ভূত তো নয়, ভবিষ্যতের সাক্ষাৎ যমদুত
অনেক দিন কথা লেখা হয় না
স্বৈরাচারের আকাশে সূর্য অস্ত যায় না
গণতন্ত্র মুক্তির মুখ দেখতে পায় না
ফরমালিন দেওয়া গণতন্ত্র মানুষ আর চায় না
অনেক দিন কথা লেখা হয় না
স্বৈরাচারের ভূত চাপে গণতন্ত্রের ঘাড়ে
নিজে তো অমর সে গণতন্ত্রকেও মারে
ত্যক্ত বিরক্ত ভীত মানুষ পরিবর্তন চায় না
অনেক দিন কথা লেখা হয় না।
দুবনা, ১০ নভেম্বর ২০১৮
No comments:
Post a Comment