Sunday, November 25, 2018

আয়না

মস্কো। সেন্টার। মেট্রোতে লাইন চেঞ্জ করছি। লোকের ভীড়। হঠাৎ দেখি ওদিক থেকে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি। কী ভেবে একটু দাঁড়াতেই সেও দাঁড়িয়ে পড়লো। একটু হাসার চেষ্টা করলাম, সেও হাসলো ওদিক থেকে আমার দিকে তাকিয়ে। ইচ্ছে করেই মাথা চুলকাতে শুরু করলাম। সে কী? সেও আমাকেই নকল করছে। এতক্ষনে ব্যাপারটা পরিষ্কার হলো। এতো  আয়নায় নিজের প্রতিবিম্ব। সেটা দেখেই  আমি এতো সব ভাবছিলাম। আসলে আমরা আজকাল অন্যের দোষ গুন, চেহারা চরিত্র, টাকা পয়সা এসবের আলোচনায় এত বেশি ব্যস্ত থাকি যে নিজের দিকে ফিরে তাকানোর সময় পর্যন্ত পাই না। নিজেকে জানা - সে তো চাট্টিখানি কথা নয়!

মস্কো, ২৫ নভেম্বর ২০১৮ 


No comments:

Post a Comment