Monday, November 5, 2018

বাদ নিয়ে বিবাদ

ইদানীং অনেক বন্ধুরাই নারীবাদ নিয়ে লেখালেখি করছেন, বিশেষ করে মেয়ে বন্ধুরা। ব্যক্তিগতভাবে নারী বা পুরুষবাদে বিশ্বাস না করলেও অনেক সময় ঢিল আমার গায়েও পড়ে। যদিও আমি নারীকে বড় বা ছোট কোনটাই মনে করি না। নারী নারীই, পুরুষ পুরুষ। প্রাকৃতিক কারণেই একে অন্যের বিকল্প হতে পারবে না, পরিপূরক হতে পারবে। তাই খুব ভালো হয় আমরা যদি নারীবাদী বা পুরুষবাদী হওয়ার আগে মানবতাবাদী হই, নারী বা পুরুষ হওয়ার আগে মানুষ হই। জানি পুরুষতান্ত্রিক সমাজে নারীরা অনেক বেশি নির্যাতিত, বঞ্চিত। কিন্তু নারী যদি একই ভাবে পুরুষকে দমন করতে চায়, তাহলে সমাজ বদলাবে না, শুধু শাসক আর শোষক বদলাবে। আমার কেন যেন মনে হয় রুশ বিপ্লবের পরে যদি সমাজের বঞ্চিত মানুষেরা শোষকদের উপর এমন প্রতিহিংসা পরায়ণ না হত, গৃহযুদ্ধ থেকে শুরু করে অনেক দুর্ঘটনা এড়ানো যেত। হয়তো তাতে সমাজে ন্যায়ের পরিমাণটাও বাড়ত।

দুবনা, ০৬ নভেম্বর ২০১৮ 
 
 
 

No comments:

Post a Comment