মনোনয়ন আক্ষরিক অর্থে হওয়া উচিত মন ও নয়নের সমন্বয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেমন মন আর কেমন নয়ন, কার মন আর কার নয়ন। প্রার্থী যদি ভালো মনের মানুষ হন আর জনতাকে ভালো নয়নে মানে ভালো চোখে দেখেন সে এক কথা, আর প্রার্থী যদি মনোনয়ন দানকারীদের মন রাখতে ব্যস্ত হন আর নয়ন মুদে মানে অন্ধভাবে নেতাদের অনুসরণ করেন - সেটা একেবারেই ভিন্ন ইতিহাস।
মস্কো, ২৬ নভেম্বর ২০১৮
No comments:
Post a Comment