আকাশে আজ দুষ্ট মেঘের খেলা
আকাশে আজ মেঘের শরৎ মেলা
তুলোর মত মেঘেরা সব হেথায় হোথায় ওড়ে
হেসে খেলে একে অন্যের গায়ের উপর পড়ে
আকাশ তো নয় কাশবন মৃদু বাতাসে ঝির ঝির
কাঁপছে সেথা মেঘ বালিকার শুভ্র শ্বেত শরীর
মেঘ বালিকার কাঁপন দেখে বিকেলের রোদ্দুর
আকাশব্যাপী সোনা ছড়ায় উষ্ণতায় ভরপূর
সূয্যি মামার দিন ফুরোলো সমুদ্রে দিলো ডুব
মেঘেরা কোথায় হারিয়ে গেলো চারিদিক নিশ্চুপ
মস্কো, ০১ অক্টোবর ২০১৮
No comments:
Post a Comment