Friday, October 5, 2018

যুদ্ধ


হঠাৎ যদি আকাশ করে ভেদ
উঁকি মারে সূর্য শরতের
ঝলসে ওঠে সোনা রঙা বার্চ
মনে আমার আগুন লাগে ফের

নীল আকাশে সাদা মেঘের তরী
পাল উঁচিয়ে চলে এলোমেলো
বাতাসে ঐ শুনি শঙ্খ ধ্বনি
মহিষাসুর আবার বুঝি এলো

পেছন পেছন সিংহের পিঠে চড়ে
দুর্গা আসে পূজার বাজারে
সরস্বতী, লক্ষ্মী, কার্ত্তিক, গনেশ
সবাই তাকে রয়েছে আজ ঘিরে

গনেশের চাই মাউস আর
সরস্বতীর ই বুক
লক্ষ্মী নেবে ক্রেডিট কার্ড
কার্ত্তিক এ কে ৪৭ ধনুক

যুদ্ধ এবার বন্দুকে নয়
যুদ্ধ কেনা কাটায়
এ বুদ্ধিটা ব্যবসায়ীরা
ঢুকিয়েছে ওদের মাথায়

মর্ত্যলোকেও লেগে গেছে
দোকানপাটের মেলা
কিনতে হবে অনেক কিছু
কিনতে হবে মেলা।

দুবনা, ০৫ অক্টোবর ২০১৮

No comments:

Post a Comment