Sunday, October 28, 2018

ভাবাভাবি

প্রবাদ আছে "ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।" কিন্তু কাজ করিবার সময় ভাবা যাইবে কি না সেই ব্যাপারে কবি নীরব।  ভাবিলাম শূন্য স্থান পূরণ করা অতি প্রয়োজন। কাজ করিবার সময় ভাবা ঠিক কিনা বলিতে পারিব না, তবে ইহা সত্য যে কাজ করিবার সময় ভাবনার বন্যায় ভাসিয়া গেলে খাবার পুড়িবার ঝুঁকি থাকিয়া যায়। ইহা কবির বাণী নহে, জীবনের নির্মম অভিজ্ঞতা।

মস্কো, ২৮ অক্টোবর ২০১৮ 



No comments:

Post a Comment