আজকাল অনেক লেখায় এমন অজুহাত দেখি "এটা বোঝার বা বলার জন্য রকেট টেকনোলোজি জানার দরকার নেই।" এরা মনে হয় রকেট টেকনোলোজির ভেতর শুধু জটিলতাই দেখে তার অন্তর্নিহিত accuracy বা অভ্রান্ততা দেখে না। আসলে শুধু রকেট টেকনোলোজি নয়, যেকোনো হাই টেক এরই মূলমন্ত্র পুঙ্খানুপুঙ্খতা। কিন্তু আমরা যারা স্থুল বুদ্ধির মানুষ তারা এটাকেই বাদ দিই, আর এসব কিছুতে শুধু জটিলতা দেখি। পুঙ্খ ও নিরপেক্ষ বিচারের জন্য জটিলতা দরকার নেই, দরকার অধ্যাবসায়, ফলের জন্য তাড়াহুড়ো না করা। কিন্তু আমরা সেটা পারি না। ফল? উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ।
No comments:
Post a Comment