Monday, October 15, 2018

ঐক্য লইয়া অনৈক্য

একদা কিছু ঐরাবত ঐক্য করিবে বলিয়া মনস্থির করিল। পন্ডিতগণ পঞ্জিকা দেখিয়া দিন তারিখ ধার্য করিলেন। শুভ লগ্নে ঐরাবতগণ নির্ধারিত স্থানে  উপস্থিত হইল ঐক্যের ঘোষণা দিতে। সমস্যা হইল ঘোষক লইয়া। সব ঐরাবতই তাহাদের বিশাল বিশাল শুঁড় উচ্চে তুলিয়া নিনাদ করিতে  লাগিল। সেই শব্দে উপস্থিত জনতা ভীত সন্ত্রস্ত হইয়া ছুটাছুটি শুরু করিলে যে অরাজকতার সৃষ্টি হইল তাহাতে ঐক্য বাবাজীও আর স্থির থাকিতে পারিল না। সুযোগ বুঝিয়া সেও অতিকায় ঐরাবতদের পশ্চাৎদেশ প্রদর্শন করিয়া হাওয়া হইয়া গেল। ঐক্যের এই অকাল মৃত্যুতে কেউ হায় হায়  করিল, কেউ বা বগল বাজাইয়া মোরগ নাচ নাচিতে লাগিল।       

ঐক্য করিতে চাইলে এক হও আগে
যোগে  ঐক্য হয়, ঐক্য হয় না ভাগে


মস্কো, ১৫  অক্টোবর  ২০১৮



No comments:

Post a Comment