ছোট বেলায় শুনেছি অতি ভক্তি চোরের লক্ষণ। ব্যাপারটা মনে হয় আসলেই তাই, বিশেষ করে যারা ভক্তি নিয়ে বেশি রকম বাড়াবাড়ি করে। আমার তো অনেক সময় তাদের বিশ্বাস নিয়েই প্রশ্ন জাগে। ঈশ্বর যদি সর্ব শক্তিমান হন তাহলে ওনার যেকোন রূপ নিতে বাধা কোথায়? উনি তো চাইলেই সব বিশ্বাসীর কাছেই তাদের মনোমত রূপে আসতে পারেন। এটাকে বিশ্বাস না করা মানে তার শক্তিতে অবিশ্বাস করা। যারা মন্দির, মসজিদ বা প্রতিমা ভেঙে ঈশ্বরকে গৃহহীন করতে চায় তারা তো আসলে ঈশ্বর যে সর্বভূতে বিদ্যমান সেটাকেই চ্যালেঞ্জ করে। এরাই তো সবচেয়ে বড় অবিশ্বাসী, বড় নাস্তিক। অথচ সাধারণ মানুষ, ভোট লোভী রাজনীতিবিদ সবাই এদেরকে সবচেয়ে বড় ধার্মিক বলে মনে করে। আর এই সব অসামাজিক দুর্বৃত্তরা দলের পাউন্ডের মত ঈশ্বরকে ভাঙিয়ে ভাঙিয়ে দিব্যি জীবন যাপন করে।
মস্কো, ১৬ অক্টোবর ২০১৮
No comments:
Post a Comment