Tuesday, October 30, 2018

সত্য নাকি দুঃস্বপ্ন

দীর্ঘ ভ্রমনের পর পথের ক্লান্তি সব ভর করেছে দুই চোখের উপর। ক্লান্ত শরীর ঘুমে ঢলে পড়তে চাইছে। কিন্তু ঘুমুতে চাইলেই কি ঘুম আসে? অনেক দিন পরে দেশে ফেরা। কত মানুষের মুখ মনে ভিড় করছে, কত স্মৃতি, কত আশা! কোথায় হারিয়ে গেছে সেই শান্ত দুপুরগুলো? চারিদিকে শুধু কথা আর কথা। মানুষের কথা, গাড়িঘোড়ার কথা, গ্রামেগঞ্জে ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে ওঠা কলকারখানার কথা। সবাই বলতে চায়। এ যেন নায়েগ্রার পাশে দাঁড়িয়ে থাকা। সেই কোলাহল ভেদ করে শোনা যাচ্ছে শ্লোগান। কান চেষ্টা করছে এই কোলাহলের মধ্যে শ্লোগানের কথা শোনার, বোঝার। না, এটা কোন পরিচিত শ্লোগান নয়। কেউ বলছে না স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক, বা ভাত চাই কাপড় চাই বাঁচার মত বাঁচতে চাই। এ এক নতুন শ্লোগান। কেউ খুন করার অধিকার চাইছে, কেউ বা চুরি করার। শোষিতের অধিকারের কথা কেউ বলছে না, বলছে শোষকের অধিকারের কথা। এত প্রকাশ্যে জনগণের অধিকারের বিরুদ্ধে আন্দোলন কেউ কোন দিন দেখেনি, আমাদের দীর্ঘ দিন পরে ঘরে ফেরা মানুষটি তো নয়ই। এক দীর্ঘ শ্বাস বেরিরে আসে ওর বুক থেকে। সেই উষ্ণ বাতাসে ঘুম ভেঙ্গে যায় ওর। ধীরে ধীরে উঠে বসে সে। দূর থেকে তখনো ভেসে আসছে কোলাহলের শব্দ আর বিভিন্ন শ্লোগান। বাস্তব আর স্বপ্ন সব যেন এক হয়ে যায়। সে বোঝার চেষ্টা করে "একি সত্য নাকি দুঃস্বপ্ন?"

দুবনা, ৩০ অক্টোবর ২০১৮ 
 
 

No comments:

Post a Comment