সকালে “তারাদের
গল্প” নামে আমার এক স্ট্যাটাসে কামাল ভাই মন্তব্য করেছেন “সেই জন্য দৃষ্টিভঙ্গি বলে একটা শব্দ আছে। কোন
দৃষ্টিকোণ থেকে দেখবো, সেটাও বিবেচনা করতে হবে।“ হ্যাঁ, বাইরে থাকার এই এক
অসুবিধা। সঠিক শব্দগুলো ঠিক সময় মত খুঁজে পাওয়া যায় না। কামাল ভাইএর কমেন্ট পড়ে
মনে পড়লো ২০১০ সালের ঘটনা। তখন কলকাতার সাহা ইন্সটিটিউট থেকে অঞ্জন দা এসেছিলেন দুবনায়
কয়েক দিনের জন্য। কী নিয়ে যেন কথা হচ্ছিল। অঞ্জন দা বলে উঠলেন “চমৎকার!“ ১৯৯৬ থেকে
বাংলার সাথে আমার যোগাযোগ খুব কম ছিল। তখন তো সামাজিক মাধ্যম এত জনপ্রিয় হয়নি।
অল্প পয়সায় ফোনও করা যেত না। তাই বাংলা চর্চা বলতে কোন বই পড়া, মাঝে মাঝে বাংলা
গান শোনা। “চমৎকার” শব্দটা যেন বিদ্যুতের ঝলকের মত আমার কান বেয়ে হৃদপিণ্ডে গিয়ে
আঘাত করলো।
দুবনা, ২৬ অক্টোবর ২০১৮
No comments:
Post a Comment