Thursday, October 11, 2018

ত্রিমূর্তি

রাজনীতি আর ধর্ম আজ মিলেমিশে একাকার
ধর্ম শাস্ত্রে ওনার নাম বোধহয় কল্কি অবতার
একে অপরেরে এঁরা কুরে কুরে খায়
মাঝখান থেকে মানবতা বেঘোরে পস্তায়
রাজনীতি ধর্ম হয়, ধর্ম রাজনীতি
সব নীতির বড় নীতি বাজার অর্থনীতি
সবাই সবাইকে কেনে সবাই বেচে সব
যে এই বাজারের বাইরে সে নাকি গর্ধভ
ধর্ম আর রাজনীতি আত্মা হরিহর
পালের গোদা অর্থনীতি, সেই সর্বেশ্বর।

দুবনা, ১১ অক্টোবর ২০১৮



No comments:

Post a Comment