একদিন এক বন্ধু আমার অগোছালো ঘর দেখে বললো
- তুই ঘর গোছাস না কেন?
- ঘর গোছানো কি এতই সোজা? শুধু বইখাতা, জামা-কাপড়, হাড়ি-পাতিল জায়গা মতো রাখলেই ঘর গোছানো হয়ে যায়?
- কেন? আর কি লাগে?
- সংসার গোছাতে হয়। যাতে ছেলেমেয়েরা ঠিক মত পড়াশুনা করে, ঘরে স্বাচ্ছল্য থাকে, কাজের পর বাসায় ফিরলে বিড়াল-কুকুর দৌড়ে এসে পায়ে গা ঘষে। ঘরটা তো চার দেয়াল নয় বা কিছু আসবাবপত্র নয়, ঘর হলো ঘরের মানুষজন, পোষা বিড়াল-কুকুর। ঠিক যেমনটা দেশ দেশের সীমানা বা রাস্তাঘাট নয়, দেশের জনগণ। জনগণের অবস্থার উন্নতি না করে শুধু রাস্তাঘাটের উন্নয়ন করলে বা দালান-কোঠা বানালে যেমন দেশের উন্নয়ন সম্পূর্ণ হয় না, সংসারটাও ঠিক মতো না গোছালে ঘরটা ঠিক গোছানো হয় না।
মস্কো, ২১ অক্টোবর ২০১৮
No comments:
Post a Comment