ছোটবেলায় বোধনের আগে আগে প্রতিমার চোখ ফুটাতো। প্রতিমাকে আমরা বলতাম দুগ্গা মা বা মা। আমাদের এলাকায় একজন দেউড়ি বা পাল প্রতিমা তৈরী করতো। তার যেহেতু একটাই সাজ বা ছাঁচ ছিল তাই সব মায়ের মুখই হতো একই রকম। এখন যুগ বদলেছে। মা এখন বহুরূপী। কত রং, কত ঢং - বলে শেষ করা যায় না। ভক্তদের ফ্যাশনের সাথে সাথে বদলে গেছে মায়ের চাল চলন। কোথাও তিনি সন্ন্যাসিনী, কোথাও বা রাজকন্যে। ঠিক যেমন আমাদের রাজনীতিবিদরা গরীবের কাছে গিয়ে তাদের দাবী দাওয়া আদায়ের কথা বলে আবার শিল্পপতিদের কাছে তাদের মুনাফা বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। আচ্ছা এটা মা'ই তার ভক্তদের এমন করে বদলে দিলো, নাকি ভক্তরাই মাকে নানা উপঢৌকন দিয়ে এরকম বহুরূপী করে তুললো?
মস্কো, ১৪ অক্টোবর ২০১৮
No comments:
Post a Comment