মানব সভ্যতার শুরু থেকেই নিত্যদিনের জীবন যুদ্ধে (battle) উগ্র শক্তি জিতেছে যুক্তি আর ন্যায়ের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, যদিও মূল যুদ্ধে (war) জিতেছে ন্যায়, জিতেছে মানবতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বা ১৯৭১ এ বাংলাদেশের বিজয় সেটাই প্রমাণ করে। বিজয়া অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের কাহিনী যা মানুষ যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছে। এই বিশ্বাসের উপর ভরসা রেখেই সে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে। আসুন আমরাও স্বপ্ন দেখি, আশায় বুক বাঁধি। শুভ বিজয়া!
No comments:
Post a Comment