Friday, November 1, 2024

বোঝা না বোঝার বোঝা

অধিকাংশ মানুষ নিজেকে সবসময়ই সঠিক বলে মনে করে। যেহেতু প্রতিটি মানুষের জীবন দর্শন তার নিজস্ব অভিজ্ঞতা ও কোন জায়গায় দাঁড়িয়ে সে পৃথিবীটা দেখছে তার উপর নির্ভরশীল সেটা তার জন্য সঠিক হলেও বাকি সবাই যে সেটা বুঝবে বা মেনে নেবে সেটা আশা করা ভুল। একই সাথে কারো জীবন ভাবনাকে উদ্ভট বলে উড়িয়ে দেওয়াও ঠিক নয়। অন্ততঃ তাকে বোঝার চেষ্টা থাকা দরকার আশেপাশের মানুষের কাছ থেকে। যতটা না মানুষকে বোঝা তারচেয়ে বেশি করে না বোঝার চেষ্টা বা অবহেলা মানুষকে একের অন্যের থেকে দূরে নিয়ে যায়।

দুবনা, ০১ নভেম্বর ২০২৪