Tuesday, December 12, 2023

ফর্সা হবার রেসিপি

মাইকেল জ্যাকসন অনেক টাকা খরচ করে, অনেকগুলো প্লাস্টিক সার্জারি করে ফর্সা হয়েছিলেন। আমার মত যাদের না আছে অনেক টাকা না আছে সার্জারি করার ইচ্ছ, খুব অল্প খরচে, বলতে গেলে একেবারে বিনে পয়সায় নিজের মুখমণ্ডলকে ফর্সা করতে পারে। কী সেটা? আঠা দিয়ে সারা গালে সাদা দাড়ি লাগানো। অথবা গালে দাড়ির চাষ করা।

ছবি সিমিওন ক্লিমেঙ্কো

অব্রাজ, ১২ ডিসেম্বর ২০২৩

No comments:

Post a Comment