Sunday, December 3, 2023

প্রশ্ন

বাইবেল বলে এমনকি ঈশ্বর পর্যন্ত পারেননি শয়তানকে ধ্বংস করতে। পুরানের গল্প অনুযায়ী ভগবানের বিরাগভাজন হয়েও দানবেরা দিব্যি বেঁচে বর্তে আছে আর সুযোগ পেলেই দেবতাদের প্যাদাচ্ছে। তার মানে চাইলেই কাউকে সমূলে উৎপাটন করা যায় না যদি তার পেছনে কোন আদর্শ থাকে। তাহলে কোন আক্কেলে নিতানিয়াগু হামাযকে ধ্বংস করার স্বপ্ন দেখে? এরা কি রূপকথা, ইতিহাস এসব কিছুই জানে না?

মস্কো, ০৩ ডিসেম্বর ২০২৩

No comments:

Post a Comment