আজকাল ফেসবুকে একটা পোস্ট ঘুরে বেড়ায় - "তোমার ধর্ম যদি অন্যকে ঘৃণা করতে বলে তাহলে তোমার সেই ধর্ম বদলানোর কথা ভাবতে হবে"। ইসরাইলের প্রেসিডেন্ট বলেছেন পশ্চিমা সংস্কৃতি রক্ষার জন্য তাদের হামাজকে ধ্বংস করতে হবে যার অর্থ হাজার হাজার সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করতে হবে। এই পশ্চিমা সংস্কৃতি বা এর অত্যাধুনিক সংস্করণ রক্ষার জন্য আমেরিকা ও ন্যাটো ইতিমধ্যে যুগোস্লাভিয়া, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া এমনকি ইউক্রেনে (যুদ্ধ হচ্ছে তাদের ইন্ধনে ও সার্বিক সহযোগিতায়) লাখ লাখ মানুষ হত্যা করেছে। রুশোফোবিয়া, ইসলামফোবিয়া ইত্যাদি বর্ণবাদী নীতি প্রবল ঘৃণা ছড়াচ্ছে। তাহলে কি সময় আসেনি এই সংস্কৃতি ত্যাগ করার, নতুন সংস্কৃতি যা মানুষকে ভালোবাসতে শেখায় সেটা গ্রহণ করার?
দুবনা, ০৬ ডিসেম্বর ২০২৩
No comments:
Post a Comment